ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল

প্রকাশিত : ১৯:৪৯, ১০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:৪৯, ১০ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। এদিকে হামলাকারী বদরুলের দ্রুত বিচার দাবি করেছেন তার স্বজনরা। এক মাসের মধ্যে বিচার কাজ শুরু হবে বলে আশ্বস্ত করেছেন জেলা পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সিলেটে বদরুলের চাপাতির কোপে এমসি কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস গুরুতর আহত হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর কয়েকদিন জীবন মৃত্যুর সন্ধিক্ষনে থাকলেও শনিবার অবস্থার কিছুটা উন্নতির কথা জানান চিকিৎসকরা। এখনো আশাবাদী তারা। এদিকে ঘটনায় পর ক্ষোভে ফেটে পড়ে সিলেটবাসী। বদরুলের শাস্তির দাবীতে চলে বিক্ষোভ, মানববন্ধন। হামলার পর থেকে শোকে কাতর খাদিজার মা মনোয়ারা বেগম। ঘটনার পর সৌদি আরব থেকে আসেন বাবা মাসুক মিয়া। তাদের সঙ্গে স্বজনরাও হামলাকারীর দৃষ্টান্তমুলক শাস্তি চান। খাদিজা বাবা ও সহ স্বজনরা। আহত খাদিজার বাবা মাকে শান্তনা দিতে সিলেট শহরতলীর আউশা গ্রামের বাড়িতে যান জেলা বারের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। খাদিজার উপর হামলার ঘটনায় এরইমধ্যে আদালতে স্বীকারোক্তি দিয়েছে বদরুল। দ্রুততম সময়ে পুলিশ চার্জশিট দিলেই বিচার শুরু করা যাবে বলে মনে করেন সংশ্লিস্টরা। প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায়  গত ৩রা অক্টোবর খাদিজাকে কুপিয়ে আহত করে বদরুল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি