জেলা পরিষদ নির্বাচনের প্রস্তাবিত পদ্ধতি আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতো বলে অভিযোগ করেছেন সুজন এর সম্পাদক
প্রকাশিত : ১৯:৩৯, ১০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:৩৯, ১০ অক্টোবর ২০১৬
জেলা পরিষদ নির্বাচনের প্রস্তাবিত পদ্ধতি আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির মতো বলে অভিযোগ করেছেন সু-শাসনের জন্য নাগরিক সুজন এর সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার।
সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা মিলনায়তনে ‘হাঙ্গার প্রজেক্টে’র স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় সভায় এ’ অভিযোগ করেন তিনি। বদিউল আলম আরো বলেন, দীর্ঘ ৪৪ বছর ধরে জেলা পরিষদ নির্বাচন না করে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। তবে, যে পদ্ধতিতে এখন নির্বাচন হচ্ছে তা সবার কাছে গ্রহণযোগ্য নয়। জেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে সংবিধানের মূল চেতনা অনুসরণেরও আহবান জানান সুজন সম্পাদক।
আরও পড়ুন