ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্ব ভূমিকা রাখবে দুর্গাপুজাঃ রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৩:৫৪, ১১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৩:৫৪, ১১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা বজায় রেখে জাতীয় উন্নয়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করারও আহবান জানান তিনি। জনগনের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে দুর্গাপুজা গুরুত্ব ভূমিকা রাখবে বলে মনে করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের দশমীর দিনে বঙ্গভবনে সম্প্রদায়ের সব শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ধর্মান্ধতা ও কুসংস্কার মুক্ত থাকবে দেশ এমন আশাবাদও তার। অনুষ্ঠানে বিভিন্ন কূটনীতিক, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থরা ছাড়াও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি