ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

মরক্কো গেলেন স্পিকার শিরীন শারমিন

প্রকাশিত : ১৫:৪০, ১২ মার্চ ২০১৯

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পার্লামেন্টারি ইউনিয়ন অব দ্যা ওআইসি মেম্বার স্টেটস (পিইউআইসি, ইসলামিক রাষ্ট্রসমূহের সংসদীয় ইউনিয়ন) এর ১৪তম সম্মেলনে যোগ দিতে গতরাত ১টায় মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

১১ থেকে ১৪ মার্চ মরক্কোর রাবাতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। স্পিকার পিইউআইসি’র ২১তম জেনারেল কমিটির সভায়ও যোগদান করবেন।

পিইউআইসি সম্মেলনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এস এম শাহজাদা, সৈয়দা জাকিয়া নূর এবং মাসুদ উদ্দিন চৌধুরী অংশগ্রহণ করবেন।

ড. শিরীন শারমিন চৌধুরী ‘পিইউআইসি’ সম্মেলন শেষে মরক্কো থেকে আগামী ১৮ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

সূত্র : বাসস

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি