ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫

সিসিইউতে যমজ বোন সারিনা-সাইবা, দোয়া চাইলেন বাবা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১১:২০, ২৩ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ কুমিল্লার যমজ বোন সারিনা জাহান এবং সাইবা জাহান। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তাদের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাদের বাবা।

চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের ইয়াছিন মজুমদারের সন্তান তারা। রাজধানীর উত্তরার ব্যবসায়ী পিতার যমজ কন্যা সারিনা ও সাইবা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় ও ৪র্থ শ্রেণির ছাত্রী।

বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে সারিনার শরীর ২০ শতাংশ এবং সাইবা জাহানের শরীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের বাবা ইয়াছিন মজুমদার জানান, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের খবর পেয়ে তাদের মা আকলিমা আক্তারকে সঙ্গে নিয়ে স্কুলে গিয়ে তাদের খুঁজতে থাকি। এক পর্যায়ে বার্ন ইনস্টিটিউটে তাদের সন্ধান পাই। বর্তমানে তারা সিসিইউতে ভর্তি রয়েছে। তবে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় পাইলটসহ এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮ জন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি