ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

সেক্স ফেরোমেন ট্যাপ পদ্ধতিতে বিষ মুক্ত নিরাপদ সবজি চাষে ব্যাপক সাড়া

প্রকাশিত : ১২:০৬, ১২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:০৬, ১২ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

পোকা দমনে সেক্স ফেরোমেন ট্যাপ পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠায় কুষ্টিয়ায় বিষ মুক্ত নিরাপদ সবজি চাষে ব্যাপক সাড়া পড়েছে। কীটনাশকের পরিবর্তে ক্ষতিকর পোকা দমনে চাষীরা এখন ব্যবহার করছেন এই পদ্ধতি। আর এই সবজি জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন বাজারে। মাঠের পর মাঠ সবুজ সবজি বাগান। থোকায় থোকায় ঝুলে আছে বিষমুক্ত সবজি। সদর উপজেলার বিত্তিপাড়া, আলামপুর, মিত্তিকাপাড়া, আব্দালপুর, ঝাউদিয়াসহ বিভিন্ন এলাকায় সারা বছর মাঠের পর মাঠ জুড়ে চাষ হয় নানা জাতের সবজি। আগে সবজি উৎপাদনে ক্ষতিকর কীটনাশক ব্যবহার করা হলেও এখন দিন পাল্টেছে।  ব্যবহার করা হচ্ছে সেক্স ফেরোমেন ট্যাপ বা জৈবিক বালাই দমন পদ্ধতি। এতে উৎপাদন খরচ যেমন কমেছে, তেমনি মানুষ পাচ্ছে বিষমুক্ত সবজি। ফেরোমেন পদ্ধতি ক্ষতিকর কীটনাশকের চেয়েও পোকা দমনে বেশি কার্যকর বলে জানান চাষীরা। ফলে দিন দিন  জনপ্রিয় হয়ে উঠছে এই পদ্ধতি। এদিকে উপজেলার সব সবজি ক্ষেত যাতে বিষমুক্ত বালাই দমন পদ্ধতির আওতায় আসে সে লক্ষে চাষীদের উদ্বুদ্ধ করার কথা জানান কৃষি কর্মকর্তারা। এ বছর উপজেলায় ১ হাজার ৭৫০ হেষ্টর জমিতে বিষমুক্ত বিভিন্ন জাতের সবজির আবাদ হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি