যেভাবে বায়ু দূষণ কমানো যেতে পারে
প্রকাশিত : ২১:৩২, ৪ এপ্রিল ২০১৯

বায়ু দূষণ দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আর এই বায়ু দূষণের কারণে বাড়ছে মানুষের বিভিন্ন সমস্যা। বায়ু দূষণ কমানো গেলে মোটামুটি পাঁচটি উপায়ে উপকৃত হবে বাংলাদেশ। যেভাবে কমানো যেতে পারে বায়ু দূষণ। নিম্নে তা তুলে ধরা হলো-
প্রত্যক্ষ ব্যবস্থাগুলো হলো রাস্তায় পানি দিয়ে ধুলা নিয়ন্ত্রণ বা ময়লাগুলো পুড়িয়ে ফেলার মতো নানা ব্যবস্থা।
পরিকল্পিতভাবে কারখানাগুলোর ধোঁয়া কমিয়ে আনা
কারখানাগুলো শহরের বাইরে নিয়ে যাওয়া
ট্রাফিক জ্যামের সমাধান
উন্নত জ্বালানি ব্যবহার করা
এয়ার কন্ডিশনার কম ব্যবহার করা
অপ্রত্যক্ষ ব্যবস্থার মধ্যে রয়েছে:
প্রচুর বনায়ন করা, কারণ গাছ বায়ুদূষণ প্রতিরোধে জোরালো ভূমিকা রাখে। বাড়িঘর ও আবাসিক এলাকাগুলো পরিকল্পিতভাবে গড়ে তোলা, যেখানে উদ্যান ও পুকুর থাকবে। নির্মাণ কাজগুলো নিয়ন্ত্রিতভাবে করা, যাতে সেটি দূষণের কারণ না হয়
এসএইচ/
আরও পড়ুন