ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

বাবা হারালেন গণপূর্তমন্ত্রী

প্রকাশিত : ১০:৩৫, ৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল ক‌রিমের বাবা মো. আব্দুল খালেক ইন্তেকাল করেছেন। রবিবার সকাল সোয়া সাতটার পর বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ছাড়েন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে আব্দুল খালেকের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

সকাল দশটায় রাজধানীর বেইলি রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুরে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে।

মন্ত্রীর বাবার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ ক‌রে‌ছেন গৃহায়ন ও গণপূর্ত স‌চিব মো. শহীদ উল্লা খন্দকার। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফ‌তেখার হো‌সেনের পাঠানো এক বার্তায় সচিব মরহুমের বি‌দেহী আত্মার শা‌ন্তি কামনা ক‌রে‌ন এবং তার শোকসন্তপ্ত প‌রিবা‌রের প্র‌তি গভীর সমবেদনা জানান।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি