ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

নুসরাত হত্যার ঘটনা আমাদের ব্যথিত করেছে : পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৯:৩২, ১২ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়কমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ফেনীর নুসরাত হত্যার ঘটনা আমাদের ব্যথিত করেছে। আমরা এ হত্যার বিচার চাই। আমাদেরকে সামাজিকভাবে এ ধরনের ঘটনা প্রতিহত করতে হবে। সমাজের প্রতিটা মানুষ যদি সচেতন হয় তাহলে দেশ আরও এগিয়ে যাবে।

তিনি শুক্রবার বেলা ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

পরিবেশের ওপর আলোকপাত করে মন্ত্রী বলেন, পলিথিন পরিবেশ বিপর্যয়ের একটি অন্যতম কারণ। আমাদেরকে পলিথিন না ব্যবহারের প্রতি সচেতন হতে হবে। পাটের তৈরি ব্যাগ ব্যবহারে উৎসাহিত হতে হবে। আমরা আবারও আমাদের সোনালী আঁশের সেই দিনে ফিরে যেতে চাই। পাটের তৈরি সোনালী ব্যাগ উৎপাদনের জন্য পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় ইতোমধ্যে একটি প্রকল্পে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বাংলাদেশ পাটকল কর্পোরেশন এই প্রকল্প বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ফয়জুল্লাহ ওয়াসিফের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্কুল অব ম্যানেজম্যান্ট অ্যান্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমেদ চৌধুরী, ব্যবসায় প্রশাসন এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি তানভির আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক মনির আহমেদ চৌধুরী, বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী নিজাম উদ্দিন আখন্দ, আল হারামাইন গ্রুপের এমডি এহসানুর রহমান প্রমুখ।

দুই দিনব্যাপী এ পুনর্মিলনীতে বিভাগের প্রথম ব্যাচ থেকে শুরু করে বিশতম ব্যাচ পর্যন্ত বিভিন্ন ব্যাচের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সাবেক শিক্ষার্থীরা তাদের এ প্রাণের ক্যাম্পে এসে আবেগে আপপ্লুত হয়ে পড়েন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি