ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সব ধরণের সবজির দাম বাড়তে শুরু করেছে

প্রকাশিত : ১৪:৪৮, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:০৫, ৪ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

শীত শেষ হতে না হতেই বাড়তে শুরু করেছে সব ধরণের সবজির দাম। মাছের দাম স্থিতিশীল থাকলেও গরুর মাংশ ও রসুনের দাম প্রতি কেজিতে বেড়েছে অন্তত বিশ টাকা। আর পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে দামের ফারাক প্রায় দ্বিগুণ। এ’জন্য বাজার মনিটরিং জোরালো না হওয়াকে দুষছেন ক্রেতারা। bazerকারওয়ান বাজার, দেশের সবচেয়ে বড় আড়ৎ। বিভিন্নস্থান থেকে আনা পণ্য এখান থেকেই সরবরাহ হয় রাজধানী ও আশপাশের বাজারগুলোতে। কারওয়ান বাজারে প্রতি কেজি শশা বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকায়, আলু ১২, টমেটো ১৫ থেকে ২০, গাজর ১২ থেকে ১৫, কচুর লতি ৩৫, চিচিঙ্গা ৩০, ঢেঁড়শ ৩৫, ভারতীয় পেঁয়াজ ১০ এবং দেশী পেঁয়াজ ২৫ টাকা। কিন্তুু, মাত্র এক কিলোমিটার দূরে হাতিরপুল কাঁচাবাজারে প্রায় সব পণ্যের দামই দ্বিগুণ। চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্যের দাম ঠিক থাকলেও গত সপ্তাহের তুলনায় রসুনের দাম প্রতি কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২শ’ টাকা। এদিকে, সবজির দাম বৃদ্ধিতে উদ্বিগ্ন ক্রেতারা। আর পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে পণ্যের দাম অস্বাভাবিক বেশি হওয়ায় সিটি কর্পোরেশনের নজরদারির অভাবকে দায়ি করছেন তারা। সব ধরণের মাছের দাম স্থিতিশীল থাকলেও, গরুর মাংশ বিক্রি হচ্ছে বাড়তি দামে। মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম কমিয়ে নিত্যপণ্যের দাম সাধারণের নাগালে রাখতে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন ক্রেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি