যুগ্ম ও অতিরিক্ত সচিব পদে বড় ধরনের পদোন্নতি আসছে
প্রকাশিত : ১০:৫৮, ২০ এপ্রিল ২০১৯

শিগগিরই প্রশাসনের দুই স্তরে (যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব) বড় ধরনের পদোন্নতি আসছে। এ জন্য যুগ্মসচিব পদে বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচ ও অতিরিক্ত সচিব পদে ১১তম ব্যাচের কর্মকর্তাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে যোগ্যতা থাকার পরও আগে পদোন্নতিবঞ্চিত (লেফটআউট) বিভিন্ন ব্যাচের কর্মকর্তাদের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে সরকার। এ উদ্যোগ কার্যকর হলে বর্তমান সরকারের আমলে এটাই হবে প্রথম পদোন্নতি।
এ প্রক্রিয়ার অংশ হিসেবে পদোন্নতিযোগ্য কর্মকর্তাদের পরিচিতি, যোগ দেওয়ার তারিখ, সিনিয়র স্কেলের তারিখ, বুনিয়াদি ও বিভাগীয় প্রশিক্ষণ, বিদেশ প্রশিক্ষণ, আইন ও বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণের তারিখ, শিক্ষাগত যোগ্যতা, এসিআরের নম্বর, এসিআরের বিরূপ মন্তব্য, শৃঙ্খলা সংক্রান্ত প্রতিবেদন, মামলা/শাস্তি ও দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদনের বিষয়গুলো জানতে চেয়ে ৮ এপ্রিল সংশ্নিষ্ট অনুবিভাগ ও সংস্থায় চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় যুগ্মসচিব পদে ২২৬ জন ও অতিরিক্ত সচিব পদে ৩৯৩ জন পদোন্নতিযোগ্য কর্মকর্তার তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। তাদের মধ্যে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির প্রত্যাশা করছেন প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের ৬৭ জন। এ ছাড়াও রয়েছেন বিভিন্ন সময়ে বঞ্চিত (লেফটআউট) এবং অন্যান্য ক্যাডারের কর্মকর্তা ১৫৯ জন। যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির প্রত্যাশা করছেন ১১তম ব্যাচের ২২২ জন ও বঞ্চিত এবং অন্যান্য ক্যাডারের ১৭১ জন কর্মকর্তা।
জানা গেছে, আগামী জুনের মধ্যেই বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন সময়ে যেসব কর্মকর্তা পদোন্নতি পাননি তাদেরও পদোন্নতি দেওয়া হবে। ১৭তম ব্যাচের প্রায় ১৫ জন কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কাজ করছেন। তাই জুলাইয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আগেই যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হবে। পর্যায়ক্রমে অতিরিক্ত সচিব ও উপসচিব পদেও পদোন্নতি হবে।
উল্লেখ্য, সর্বশেষ গত বছর জাতীয় সংসদ নির্বাচনের আগে ২৯ আগস্ট ১৬৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব, ২০ সেপ্টেম্বর ১৫৪ জনকে যুগ্মসচিব এবং ২৪ অক্টোবর ২৭৩ জনকে উপসচিব পদে পদোন্নতি দেয় সরকার।
এসএ/
আরও পড়ুন