জঙ্গিবাদ দমনে ইমাম সাহেবদের ভূমিকা রাখা উচিত
প্রকাশিত : ১৫:৩৫, ২৯ এপ্রিল ২০১৯

জঙ্গিবাদ দমনে ইমাম সাহেবদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, মসজিদগুলোতে জুম আ’র আলোচনায় ইমাম সাহেবরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বললে তা ফলপ্রসূ হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে এ সব কথা বলেন তিনি। বিশ্ব সন্ত্রাস- জঙ্গীবাদ ও বাংলাদেশ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।
মনিরুল ইসলাম বলেন, মসজিদগুলোতে সমসাময়িক বিষয়ের উপর আলোচনা হয়। জুমআ’র খোতবার আগে এ আলোচনা হয়। অনেক মুসল্লি আছেন যারা অন্য সময় মসজিদে না গেলেও জুমআ’র নামাজ পড়তে যান। সে সব মুসল্লিদের কাছে ইমাম সাহেবের বক্তব্য গুরুত্বপূর্ণ। তারা যদি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে বলে তা জনমনে ভাল প্রভাব ফেলতে সক্ষম হবে।
তিনি এ সময় বলেন, অনেক ইমাম সেখানে আমাদের সংস্কৃতির বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বলে থাকেন। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন সজাগ থাকা উচিত।
তিনি আরও বলেন, বাঙালি সংস্কৃতির চর্চা যত বেশি হবে মানুষ তত মানবিক হবে। ফলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে তারা ঘৃণা করতে শিখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংসদ সদস্য শফিকুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফি, ব্লগার মারুফ রাসূল প্রমুখ।
আআ//
আরও পড়ুন