ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজধানীতে বৃষ্টি

প্রকাশিত : ১২:২৮, ৩ মে ২০১৯ | আপডেট: ১২:৩০, ৩ মে ২০১৯

Ekushey Television Ltd.

শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ধেয়ে আসছে ফণী। এর প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে এই বৃষ্টি শুরু হয়।

ফণীর প্রভাবে ঢাকার বাইরে লালমনিরহাটেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস বইছে। দিনভর প্রচণ্ড তাপদাহ ও গরম শেষে আজ ভোর থেকে বৃষ্টি শুরু হয়। এর ফলে সকাল থেকে বাহিরে বের হতে পারছেন না অনেকেই।

এদিকে ভারতের স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা থেকে ১২টার মধ্যে কোনও এক সময়ে ঘূর্ণিঝড় ফণী আছড়ে পড়তে পারে পুরী সংলগ্ন গোপালপুরে (গঞ্জামের ‘গোপালপুর অন সি’নয়)। এর পর উপকূল ধরে সেটি পশ্চিমবঙ্গে ঢুকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে চলে আসতে পারে।

 

টিআর/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি