রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মাধ্যমে পে-পাল বাংলাদেশের ফ্রি-ল্যান্সারদের জন্য ‘জুম’ নামের নতুন সেবার ঘোষণা
প্রকাশিত : ১২:৩৮, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১২:৩৮, ২৬ অক্টোবর ২০১৬
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মাধ্যমে পে-পাল বাংলাদেশের ফ্রি-ল্যান্সারদের জন্য নতুন সেবা চালুর ঘোষণা দিয়েছে। ‘জুম’ নামের এই সার্ভিসকে ইতিবাচক হিসেবে দেখছেন ফ্রি-ল্যান্সাররা। তবে শুধু পে-পালের উপর নির্ভরশীল না হয়ে বিকল্প উপায়ে টাকা উত্তোলনের পথ খুঁজতে পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
গেল পাঁচ বছরে বাংলাদেশে ফ্রি-ল্যান্সারদের সংখ্যা ছাড়িয়েছে দু লাখ। দক্ষতা অর্জন থেকে শুরু করে উদ্যোক্তায় পরিনত হওয়া পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল পেমেন্ট গেটওয়ে। সহজে টাকা উত্তোলনের জন্য শুরু থেকেই বাংলাদেশী ফ্রি-ল্যান্সারদের দাবী ছিল পে-পাল। তবে এখনো সরাসরি তাদের কোন কর্মকান্ড নেই ।
তাই টাকা উত্তোলনের জন্য পেওনার, মানিবুকার কিংবা নিটেলারের মতন মানিগেট ওয়ে ব্যবহার করলেও জটিলতা পোহাচ্ছেন ফ্রি-ল্যান্সাররা।
এদিকে গত জুলাই মাসে বাংলাদেশ সরকারের উদ্যোগে সোনালী ব্যাংকের মাধ্যমে নতুন কর্মসূচি ”জুম” পরিচালনার উদ্যোগ নিয়েছে পে-পাল । ইতোমধ্যে অনেক ফ্রি-ল্যান্সার ব্যবহার করতেও শুরু করেছেন । বিষয়টিকে ইতিবাচক মনে করছেন তারা।
পে-পোলের আগমনকে স্বাগত জানালেও বিকল্প খুজে রাখার পরামর্শ দিলেন প্রযুক্তিবিদরা।
তবে কোন পারশিয়াল বিজনেস না করে, পে-পাল বাংলাদেশে সরাসরি বিজনেস করলে টাকা উত্তোলন আরো সহজ হতো বলে মনে করেন ফ্রি-ল্যান্সাররা।
আরও পড়ুন