ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ২১ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ৩০ আগস্ট বাংলাদেশে আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এটি হবে অন্তর্বর্তী সরকারের আমলে ইউরোপের কোনো দেশের শীর্ষ পর্যায়ের প্রথম রাষ্ট্রীয় সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরে অভিবাসন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ আলোচনায় স্থান পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতোমধ্যে সফরসংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যার সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এই সফরে অভিবাসন বিষয়ে বড় ধরনের অগ্রগতি হতে পারে।

এর আগে, চলতি বছরের মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি ঢাকা সফরে এসে বৈধ অভিবাসন ইস্যুতে ‘মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি’ শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। ওই সফরেই প্রধানমন্ত্রীর আগমন নিয়ে আলোচনা হয় এবং ইতালির পক্ষ থেকে সফরের সম্মতি দেওয়া হয়।

৩১ আগস্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে। একইসঙ্গে ইতালি রোমে অনুষ্ঠেয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি ঢাকায় এসেছিলেন। ২৬ বছর পর আবারো কোনো ইতালিয়ান প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করছেন, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি