ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

জাতীয় ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়

প্রকাশিত : ১৬:৫১, ২৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

আসন্ন ঈদুল ফিতরে জাতীয় ঈদগাহে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।


আজ রোববার (২৬ মে) রাজধানীর নগর ভবনে জাতীয় ঈদগাহে ঈদের জামাতের সার্বিক কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন মেয়র।

নগর ভবনে সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ জুন ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি