হকার ও অবৈধ দখলদারদের আবারো উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন সাঈদ খোকন
প্রকাশিত : ১৯:৫২, ৩১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:৫৫, ৩১ অক্টোবর ২০১৬
আগামী সপ্তাহে রাজধানীর গুলিস্থান এলাকা থেকে হকার ও অবৈধ দখলদারদের আবারো উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন। সড়ক ও ফুটপাত দখলমুক্ত না হওয়ার পেছনে চাঁদাবাজ-প্রভাবশালীদের দায়ী করেছেন তিনি। এদিকে উত্তরের মেয়র আনিসুল হক বলেছেন, প্রভাবশালীরা সরকারী জমি দখলে রাখায় যানজট ও জলজট বাড়ছে।
রাজধানীর অধিকাংশ ব্যস্ততম সড়ক ও ফুটপাত দখল করে এভাবেই অবৈধভাবে পসরা সাজিয়েছে দোকানিরা। এর নেপথ্যে কাজ করছে প্রভাবশালী চক্র।
চাঁদাবাজদের দৌরাত্মে রাজধানীর গুলিস্থান এলাকা দখলদারদের হাত থেকে মুক্ত করা যাচ্ছে না বলে জানালেন স্বয়ং দক্ষিণ সিটির মেয়র। ওসমানী উদ্যানে আধুনিক পাবলিক টয়লেটের উদ্বোধনী অনুষ্ঠানে এজণ্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পরে মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার। আগামী ৫-৬ নভেম্বর দিল্লীতে অনুষ্ঠিতব্য জ্বালানী বিষয়ক সম্মেলনে যোগ দিতে আমন্ত্রনপত্র জানান মেয়রকে। বাংলাদেশের উন্নয়নে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।
এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। সে সময় তিনি বলেন, আগামী দুবছরের মধ্যে সবুজ ঢাকা গড়ার উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে।
আরও পড়ুন