ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

শান্তি মিশনে অদম্য বাংলাদেশ (ভিডিও)

প্রকাশিত : ১১:৪২, ৩০ মে ২০১৯

Ekushey Television Ltd.

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে ১০টি দেশের ১৩টি মিশনেই রয়েছে বাংলাদেশ। লাইবেরিয়া, হাইতি, সিয়েরালিয়নসহ আফ্রিকার দেশ কঙ্গো ও সুদানের মতো বিপজ্জনক এলাকায় কাজ করছে বাংলাদেশের নারী সদস্যরাও। কিছু সমস্যা থাকলেও তাই শান্তিরক্ষী বাহিনীতে এখনও অদম্য বাংলাদেশীরা। আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। দু’পর্বে সমাপ্ত প্রতিবেদনের আজ শেষ পর্ব।

১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো বাংলায় ভাষণ দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সেই থেকে জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে বাঙালির অনন্য পথচলা। শান্তিপ্রিয় বাঙালি তাই যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে শান্তিরক্ষী হয়ে কাজ করছে গুরুত্বের সঙ্গে। ৪০টি দেশে ৫৪টি মিশনে এ পর্যন্ত ১ লাখ ৫৬ হাজার ৪০৯ জন বাংলাদেশি শান্তিরক্ষী অংশ নিয়েছেন।

অদ্যবধি প্রাণ হারিয়েছেন ১৪৬ জন সদস্য। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধাক্রান্ত দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। দিন বদলের নিরন্তর চেষ্টায় তাঁরা কাজ করে চলেছেন নিরবধি। পাল্টে দিয়েছেন যুদ্ধবিধ্বস্ত মানুষের যাপিতজীবন।

সম্প্রতি শান্তিরক্ষা মিশনে প্রাণ হারানো ১২ সেনা সদস্যকে সর্বোচ্চ ত্যাগের জন্য হ্যামারশোল্ড মেডেল প্রদান করেছে জাতিসংঘ। এতে বাঙালি শান্তিরক্ষীদের মনোবল আরও দৃঢ় হয়েছে।

নামিবিয়া, কমে¦াডিয়া, সোমালিয়া, উগান্ডা, রুয়ান্ডা, লাইবেরিয়াসহ অন্য দেশগুলোতে এখনো বাংলাদেশিরা অদম্য শান্তিরক্ষী হিসেবে গৌরবান্বিত।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি