কুমিল্লার ভারতীয় সীমান্ত দিয়ে অবাধে আসছে মাদকদ্রব্য
প্রকাশিত : ১৩:৫২, ৫ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৫২, ৫ নভেম্বর ২০১৬
কুমিল্লার ভারতীয় সীমান্ত দিয়ে অবাধে আসছে ফেন্সিডিল, মদ, বিয়ার, ইয়াবাসহ নানা ধরনের মাদক। স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকার চোরাচালান চক্রের সঙ্গে আইনশৃংখলা বাহিনীর সদস্যেদেরা যেগসাজশে চলছে মাদকের রমরমা ব্যবসা। লোক বলের স্বল্পতাসহ নানা সীমাবদ্ধতায় চোরাচালান বন্ধ করা যাচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন।
দেশের প্রাচীন জনপদ কুমিল্লা। এ জেলার সাথে ভারতে দীর্ঘ সীমান্ত। কুমিল্লা সদর, চৌদ্দগ্রাম, বুড়িরচং(বুড়িরচং নয়, বুড়িচং-নূর), ব্রহ্মণপাড়াসহ পাঁচ(৫?, সম্ভবত ৪-নূর) উপজেলার প্রায় ১২৫ কিলোমিটার এলাকায় ভারতের সাথে সীমান্ত।
সীমান্ত এলাকায় দিন দিন বাড়ছে চোরাচালান, বাড়ছে মাদকসেবীর সংখ্যাও। একথা অজানা নয় সীমান্তরক্ষীদের। বিজিবির পরিসংখ্যানই বলছে, গত বছরের তুলনায় এ বছরের ১০ মাসে চোরা কারবারির সংখ্যা বেড়েছে।
শুধু মাদকই নয়, বিভিন্ন পণ্যের চোরাচালান, ছিনতাই, অপহরণ, চাদাবাজিসহ নানা অপরাধও বাড়ছে সীমান্ত এলাকায়। আইনশৃংখলা বাহিনীর কিছু সদস্যের যোগসাজশেই এসব ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।
এভাবে অবাধে মাদক ঢোকায় উদ্বিঘœ এ অঞ্চলের সাধারণ মানুষ। তারা বলছেন, মাদকের ছোবলে দিনদিন যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।
পুলিশ সুপার জানালেন, মাদক বানিজ্য বন্ধ করার দায়িত্ব সীমান্ত রক্ষী বাহিনীর হলেও তারাও কাজ করছেন। সীমান্ত অনেকটা উন্মুক্ত থাকায় সহজে মাদক আসছে বলে জানালেন বিজিবির কুমিল্লা অঞ্চলের প্রধান।
জনসাধারনের মধ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে গনজাগরণ সৃষ্টি করা না গেলে মরণ নেশা মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করা সম্ভব নয় বলেও মনে করেন কমিল্লার মানুষ।
আরও পড়ুন