ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

বাগেরহাটের রামপালে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির টাকা আত্মসাত, ক্ষুদ্ধ এলাকাবাসী

প্রকাশিত : ১০:৪৯, ৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১০:৪৯, ৯ নভেম্বর ২০১৬

বাগেরহাটের রামপালে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির টাকা আত্মসাতের ঘটনায় ফুসে উঠেছে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজের জন্য বরাদ্দ দেয়া গম বিক্রি করে পুরো টাকা লোপাট করে দিয়েছেন পেড়িখালী ইউনিয়নের চেয়ারম্যান ও এক সদস্য। বিষয়টি মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে জানানোর পর তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। রামপালের পেড়ীখালী ইউনিয়নের সিংগাড়বুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য চলতি অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় ২০ টন গম বরাদ্দ দেয়া হয়। স্থানীয়দের অভিযোগ মংলা-ঘষিয়াখালী চ্যানেল খননের মাটি দিয়ে মাঠ ভরাট করে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে তা আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল ও সদস্য নিখিল চন্দ্র মন্ডল। অভিযোগ বিষয়ে ইউপি চেয়ারম্যানের বক্তব্য জানতে চাইলে তিনি কথা বলতে জারি হননি। এদিকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন। প্রকল্পের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার দাবি এলাকাবাসীর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি