ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

যোগ্য দল হিসেবেই বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে, এবার শিরোপা জয়ের পালা

প্রকাশিত : ১৮:৪৭, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৮:৪৭, ৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

যোগ্য দল হিসেবেই বাংলাদেশ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে বলে মনে করেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা। এবার শিরোপা জয়ের পালা। বাংলাদেশ এখন একটি দল হয়ে খেলছে। দুই একটি যায়গায় বিশেষ করে মিডল অর্ডারে ভাল করতে পারলে স্বপ্ন সত্যি হতে বাধা দেখছেন না সাবেক এ অধিনায়ক। টি-টুয়েন্টি ফরমেটে বরাবরই বাংলাদেশের দুর্নাম ছিল। তবে এবার মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বিশ্বকাপ থেকে বদলে গেছে বাংলাদেশ দল। তার ছোঁয়া লেগেছে টি-টুয়েন্টিতেও। হার দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও ফাইনালে পৌছে তার প্রমাণ দিয়েছে মাশরাফি বাহিনী। পাকিস্তান, শ্রীরংকাকে হারানো বাংলাদেশ যোগ্যতর দল হিসেবেই ফাইনালে জায়গা করে নিয়েছে বলে মন্তব্য করেন শফিকুল হক হীরা। বাংলাদেশের পেস আক্রমণ এ মুহুর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। বিশ্বের যে কোন দেশের তুলনায় পিছিয়ে নেই তারা। তাছাড়া খেলায় ফিল্ডিংটা অনেক গুরুত্বপূর্ণ। তাই ফিল্ডিং এ যত ভাল করা য়ায় ততই ভালো হবে বলে মনে করেন তিনি।  দল ফাইনালে উঠলেও, এখনো কোন কোন যায়গায় উন্নতি করার প্রয়োজন আছে বলে মনে করেন হীরা। মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ এখন একটি দল হয়ে খেলছে। তবে নামের প্রতি সুবিচার করতে পারছেনা সাকিব আল হাসান। এই বিশ্ব সেরা অলরাউন্ডার জলে উঠলে বাংলাদেশকে আটকানো কঠিন হবে বলে মন্তব্য হীরার । আবু হোরায়রা তামিম, একুশে টেলিভিশন, ঢাকা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি