ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

২ মন্ত্রীর বক্তব্য ‘অসাংবিধানিক’ মনে করেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ১৪:৫৪, ৬ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৩৫, ৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চে মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আপিল শুনানি হওয়া উচিত বলে দুই মন্ত্রীর বক্তব্য ‘অসাংবিধানিক’ মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। এদিকে দুই মন্ত্রীর বক্তব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। মৃত্যুদন্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী, জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানীর সময় প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। কাজে গাফিলতির অভিযোগও করেন তিনি। এর জের ধরে শনিবার ঘাতক দালাল নির্মুল কমিটির আলোচনায় প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চে আপিল শুনানির দাবি জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আর প্রধান বিচারপতির বিচার দাবি করেন মুক্তিযদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন। তাদের এ বক্তব্যের যৌক্তিকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মীর কাসেম আলীর আপিলেল রায়ের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রধান বিচারপতিকে নিয়ে কাইকে বিতর্কিত মন্তব্য না করারও আহ্বান জানান তিনি। এদিকে সুপ্রিম কোর্ট মিলনায়তনে সাংবাদিক সমো¥লন করে দুজন মন্ত্রীর বক্তব্যর বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। তবে রাজধানী সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দেয়ার পর আইনমন্ত্রী বলেন, দুই মন্ত্রীর বক্তব্য তাদের ব্যাক্তিগত মতামত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি