ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

দশম সংসদে কোরাম সংকটে অপচয় ১৬৩ কোটি টাকা: টিআইবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ২৮ আগস্ট ২০১৯ | আপডেট: ১৩:৩৭, ২৮ আগস্ট ২০১৯

দশম জাতীয় সংসদে কোরাম সংকটের কারণে ১৬৩ কোটি টাকার অপচয় হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

গত সংসদের প্রথম থেকে ২৩তম অধিবেশনের (জানুয়ারি ২০১৪ থেকে অক্টোবর ২০১৮) ওপর এক গবেষণা চালিয়ে এ তথ্য জানায় সংস্থাটি।

বুধবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি এই প্রতিবেদন প্রকাশ করে।

টিআইবির প্রতিবেদনে বলা হয়, উল্লিখিত সময়ে কোরাম সংকট ছিল ১৯৪ ঘণ্টা ৩০ মিনিট। তবে বিরোধী দলের ওয়াকআউট সংস্কৃতি বন্ধ হলেও এটি ছিল অভূতপূর্ব। সুশাসন ও জবাবদিহিতার ঘাটতি ছিল বলেও মন্তব্য করে টিআইবি।

প্রতিবেদনে আরও বলা হয়, আইন প্রণয়নে মোট সময়ের ১২ শতাংশ সময়ে আইন পাশ হয়েছে। এটি ৮ম ৯ম সংসদের তুলনায় বেশি হলেও কাঙ্ক্ষিত নয়। প্রতি কার্য দিবসে সদস্যদের গড় উপস্থিতি ছিল ৬৩ শতাংশ। বিরোধী দলের ওয়াকআউট ছিল মাত্র ১৩ বার।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৩টি অধিবেশনে গড় কোরাম সংকট ছিল ২৮ মিনিট, যা প্রকৃত মোট ব্যয়িত সময়ের ১২ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী সংসদে পুরুষদের চেয়ে নারী এমপিরা বেশি উপস্থিত থাকলেও আইন প্রণয়নে তাদের অংশগ্রহণ কম ছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি