ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

ম্যারিয়ট ইন্টারন্যাশনালের চ্যারিটি রান অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ২৫ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

লা মেরিডিয়ান ঢাকা, রেনেসাঁ ঢাকা এবং ঢাকা শেরাটনের ফোর পয়েন্টস-এর যৌথ অংশীদারিত্বে আজ ঢাকায় হয়ে গেলো  'রান টু গিভ ২০১৯' চ্যারিটি রান। এই আয়োজন থেকে প্রাপ্ত তহবিল আশিক ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হবে। 

১৯৯৪ সাল থেকে বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য কাজ করছে অলাভজনক প্রতিষ্ঠান আশিক ফাউন্ডেশন। ‘রান টু গিভ’ মূলত ম্যারিয়ট ইন্টারন্যাশনালের ‘টেক কেয়ার’ নামের উদ্যোগের অন্যতম প্রধান আয়োজন। ২০১৪ সালে কার্যক্রম শুরুর পর থেকে 'রান টু গিভ' উদ্যোগটি কোম্পানীর অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে, যা  প্রতিষ্ঠানটির কর্মীদের শারীরিক, মানসিক ও আত্মিক উন্নয়নের মাধ্যমে উন্নত জীবনের প্রত্যাশায় উৎসাহিত করে এবং কমিউনিটির উন্নয়নে কাজ করে। আশিক ফাউন্ডেশন বাংলাদেশের ক্যান্সারে আক্রান্ত শিশুদের জীবনের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। 

এ নিয়ে লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, এই মহতী উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের সহযোগী এবং লা মেরিডিয়ান ঢাকার সিনিয়র নেতৃত্ববৃন্দদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করেছি, যা  অনেক ব্যক্তিকে এর সাথে সম্পৃক্ত করার মাধ্যমে কমিউনিটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের কাছ অভূতপূর্ব সাড়া পেয়ে আমরা সত্যিই আনন্দিত। তাদের সহায়তা পেয়েই আমরা এই বছরের রান টু গিভ চ্যারিটিতে ব্যাপক সাফল্য পেয়েছি।

সকাল ৭ টা ৫ মিনিটে অংশগ্রহণকারীরা রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রায় ১০ কিলোমিটারব্যাপী দৌঁড়ে অংশ নিয়েছেন। প্রায় ২০০ অংশগ্রহণকারী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আয়োজন শেষে পার্টনারদের ক্রেস্ট দেয়া হয়। প্রথম ছয় রানার্স আপ প্রতিযোগীকে দৌঁড় শেষে ক্রেস্ট এবং মেডেল দেয়া হয় ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি