ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

ভারতে ইলিশের প্রথম চালান পাঠানো হচ্ছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২০, ২৯ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১১:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০১৯

শুভেচ্ছা উপহার হিসেবে ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে ভারতে। আজ রোববার যশোরের বেনাপোল থেকে এ উপহারের প্রথম (২৪ মেট্রিক টন) চালান পাঠানো হচ্ছে। গেল সপ্তাহের বুধবার ইলিশ পাঠানোর এ অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

জানা যায়, দুপুরে বেনাপোল বন্দর হয়ে পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের ইলিশের প্রথম চালান পাঠানো হবে। প্রতি কেজি ইলিশের মূল্য ছয় ডলার বা বাংলাদেশী টাকায় প্রায় ৫০০ টাকা ধরা হয়েছে। এ চালানের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে কোন শুল্ক ধরা হয়নি।

এ বিষয়ে ব্যবসায়ী সৈয়দ মহিতুল হক রুবাই জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশের সব চালান সেখানে রপ্তানির নির্দেশনা রয়েছে।

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে ৫০০ টন ইলিশ পাঠানো হচ্ছে। তবে এটি রফতানির কোনো বিষয় নয়। দুর্গাপূজা উপলক্ষে শুধু পাঠানো হবে। পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রফতানির বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এ ইলিশ বিক্রি হবে।

২০১২ সালের পর থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয় বাংলাদেশ। এরপর থেকে বৈধভাবে বাংলাদেশের ইলিশ পশ্চিমবঙ্গে যায়নি।

উল্লেখ্য, এ বছর পশ্চিমবঙ্গে তেমন ইলিশ ধরা পড়েনি। গত বছর যে ইলিশ ২০০ রুপি কেজিতে বিক্রি হয়েছিল, এবার সেই ইলিশ ৫০০ রুপিতে বিক্রি হচ্ছে।

এমএস/

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি