ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

বিএনপিকে সমাবেশের অনুমতি না দিলে নতুন করে আওয়ামী লীগের ভাবমূর্তি জনগনের সমানে উন্মোচিত হবে

প্রকাশিত : ১৪:৫৪, ৩১ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫৪, ৩১ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বিএনপিকে সমাবেশের অনুমতি না দিলে নতুন করে আওয়ামী লীগের ভাবমূর্তি জনগনের সমানে উন্মোচিত হবে বলে মন্তব্য করলেন বিএনাপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। কৃষক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপির এই নেতা বলেন, সরকার ভয় পায় বলেই বিএনপির কর্মসূচীতে বার বার বাধা দিচ্ছে। সরকারের অগনতান্ত্রিক আচরনের জবাব জনগনই দেবে বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ। এদিকে নয়া পল্টনে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, ৫ই জানুয়ারি কেন্দ্র করে বিএনপির কর্মসূচী সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি