ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

শিক্ষার গুণগত মান পরিবর্তন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৫:১২, ১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:১২, ১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বিশ্বমানে পৌঁছুতে শিক্ষার গুণগত মান পরিবর্তন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রাথমিকে ৪৮ শতাংশ এবং মাধ্যমিকে ৪২ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ার কারণ হিসেবে দারিদ্রতাকেই দায়ী করেছেন তিনি। রাজধানীর আজিমপুর গার্লস স্কুল এ্যান্ড কলেজে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করে এ অভিজ্ঞতার কথাই তুলে ধরেন মন্ত্রী। বছরের প্রথম দিনে সারা দেশে বিনামূল্যে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২শ ৪৫টি বই বিতরণ করেছে সরকার। নতুন বই হাতে পেয়েছে ৪ কোটি ২৬ লাখ ২৯ হাজার ৯৪৫ জন শিক্ষার্থী। উৎসবে এসে নতুন বই হাতে নিয়ে খুশি শিক্ষার্থীরা। শিক্ষকরাও স্মৃতিকাতর। তাদের মতে, নতুন বইয়ের গন্ধ জ্ঞান অর্জনের স্পৃহা বাড়ায়। ২০০৯ সালে ১৯ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৫৬১ টি বই বিতরনের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের যাত্রা শুরু। পাঠ্যপুস্তক উৎসবে শিক্ষামন্ত্রী জানালেন, গেল ৭ বছরে শিক্ষর্থীর সংখ্যা বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে শিক্ষিতের হার। নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক তৈরিতে সহজ পাঠ্যের শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি