ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে লিভারপুল

প্রকাশিত : ১৫:১৪, ১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:১৪, ১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে একমাত্র গোলে হারিয়েছে লিভারপুল। ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় লিভারপুল। ৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড জর্জিনিও ভিনালডাম। গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে ম্যানচেস্টার সিটি। তবে, বেশ কিছু ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি গার্দিওয়ালার শিষ্যরা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় নম্বরে অবস্থান করছে লিভারপুল। আর সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে এক ধাপ নিচে রয়েছে ম্যানসিটি। সবার ওপরে থাকা চেলসির পয়েন্ট ৪৯।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি