ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

সাংসদ লিটনকে উগ্রবাদী সাম্প্রদায়িক অপশক্তি হত্যা করেছেঃ ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৫:২০, ১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:২০, ১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

উগ্রবাদী সাম্প্রদায়িক অপশক্তি সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভায় তিনি একথা বলেন। সেসময় তিনি আরো বলেন, জাতি যখন নববর্ষ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে সেসময় এরকম হত্যাকান্ড ন্যাক্কারজনক। তবে যারা বা যে অপশক্তি এই হত্যাকান্ড ঘটিয়েছে তাদের চরম মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সভায় খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি