ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব

প্রকাশিত : ১৫:৩১, ১ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৩১, ১ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটসহ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হয়েছে পাঠ্যপুস্তক উৎসব। রোববার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল নগরীর সাগরদী এলাকার পিটিআই’তে বই উৎসবের উদ্বোধন করা হয়। বরিশাল ২ আসনের এমপি এ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। রাজশাহীর স্কুলগুলোতেও হয়েছে বই উৎসব। সকালে রাজশাহী কলেজিয়েট স্কুলে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এবার মাধ্যমিকে ২ কোটি ৯০ লাখ এবং প্রাথমিকে ১ কোটি ১৫ লাখ বই বিতরণ করা হচ্ছে। সিলেটেও বিতরন করা হয়েছে নতুন বই। এদিকে নতুন বছরের প্রথম দিনে নেত্রোকোনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তারা। নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি