ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

নিজেদের অপকর্মের দায় অন্যের উপর চাপিয়ে দেয়া আওয়ামী লীগের স্বভাব: ফখরুল

প্রকাশিত : ১৪:৫৮, ২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:০৮, ২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

গাইবান্ধার সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকান্ডই আইনশৃঙ্খরা নিয়ন্ত্রনে সরকারের ব্যর্থতার প্রমাণ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি-জামায়াত জোটকে দোষারোপের নিন্দা জানিয়ে তিনি আরো বলেন, নিজেদের অপকর্মের দায় অন্যের উপর চাপিয়ে দেয়া আওয়ামীলীগের স্বভাব । প্যাকেজ : জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, দেশে এখন স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা নেই। সরকারের প্রশ্রয়ে দূবৃত্তরা মাথা চাড়া দিয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে, ছাত্রদলই গণতন্ত্র ফিরিয়ে আনার শপথ নিয়েছে বলেও মন্তব্য করেন এই নেতা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি