ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

লিটন হত্যাকান্ডে উগ্র সাম্প্রদায়িক অপ শক্তির সংশ্লিষ্টতা উড়িয়ে দিচ্ছেননা রাজনীতিবিদ ও বিশ্লেষকরা

প্রকাশিত : ১৪:৫৫, ২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৫৫, ২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

গাইবান্ধার সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যাকান্ডে উগ্র সাম্প্রদায়িক অপ শক্তির সংশ্লিষ্টতা উড়িয়ে দিচ্ছেননা রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। তারা এটিকে এক ধরণের সতর্ক বার্তা বলেও মনে করছেন। একই সাথে অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্ব দেয়ার পরামর্শ তাদের। গত শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙায় নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে খুন হন সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন। একজন আইন প্রণেতাকে হত্যার এই ঘটনা ভাবিয়ে তুলছে অনেকেই। ধর্মান্ধ উগ্রপন্থীদের বিরুদ্ধে শক্ত অবস্থানে কারণে টার্গেটে পরিনত হন বলে মনে করছেন এই রাজনীতিবিদ বিশ্লেষকরা বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় প্রযোজন সম্মিলিত প্রয়াস । অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার তাগিদও তাদের। কোন ধরণের বিভ্রান্তি সৃষ্টি না করে এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের উপরও জোর দেন বিশ্লেষকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি