ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

জাতীয় সংসদে এমপি লিটনের জানাজার পর শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫:০০, ২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:০০, ২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

জাতীয় সংসদে এমপি লিটনের জানাজার পর শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। জানাজায় সরকারের জেষ্ঠ্য মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতারা উপস্থিত ছিলেন। এ’সময় নেতারা, লিটন হত্যাকান্ডে নিজ নিজ প্রতিক্রিয়ায়, সংসদ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা আরো জোরদারের পরামর্শ দেন। একইসঙ্গে মৌলবাদীদের এমন বিশৃঙ্খলাকে রাজনৈতিকভাবে মোকাবেলারও ঘোষণা দেন তারা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সন্ত্রাসীদের গুলিতে নিহত আওয়ামী লীগের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের জানাজা নামাজ পড়ান ইমাম মাওলানা নুরুল ইসলাম। জানাজা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানান। এর আগে রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল সারওয়ার হোসেন শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীসহ আওয়ামীলীগের শীর্ষ নেতারা। জামায়াত-শিবিরের আখড়া হিসেবে পরিচিত গাইবান্ধা সুন্দরগঞ্জে এমন হত্যাকান্ডের পর সরকারের নির্বাচিত সংসদ সদস্যদের নিরাপত্তার বিষয়ে নতুন করে ভাবতে হবে বলেও মনে করেন দলের বর্ষীয়ান নেতারা। উগ্র-মৌলবাদীদের এসব বিশৃঙ্খলাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে আওয়ামী লীগ; এমন কথাও জানালেন তারা। সবশেষে মরহুমের শান্তি কামনা করে মোনাজাত করা হয়; এতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ দলের শীর্ষ নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি