ঢাকা-খুলনা মহাসড়কে বেপরোয়া গতির কারনে বেড়েছে দুর্ঘটনা
প্রকাশিত : ১০:৫৫, ৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১০:৫৫, ৩ জানুয়ারি ২০১৭
ঘন কুয়াশার মধ্যে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কে বেপরোয়া গতির কারনে বেড়েছে দুর্ঘটনা। দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে শুরু করে মহাসড়কের বিভিন্ন বাঁকে গতিসীমা না মেনে প্রতিযোগিতায় নামছেন চালকরা। ফলে প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা।
রাজবাড়ির ঢাকা-খুলনা মহাসড়কে ঘন কুয়াশায় বেপরোয়া বাস-ট্রাকের গতি কেড়ে নিচ্ছে অনেক প্রাণ। এছাড়া প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
কুয়াশার মধ্যে গতিসীমা ৩০ কিলোমিটারের মধ্যে রাখার নির্দেশ থাকলেও তা মানছেন না কেউ। উল্টো মহাসড়কের বাঁকগুলোতে বাড়ছে চালকদের প্রতিযোগিতা।
এমনকি ঘন কুয়াশার মধ্যেও ইন্ডিকেটর ব্যবহার করেন না অনেকেই। ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
বিষয়টি স্বীকার করে হাইওয়ে পুলিশ বলছে, যানবাহন থামিয়ে এ বিষয়ে সতর্ক করা হচ্ছে।
ঘন কুয়াশার কারণে রাজবাড়িতে সড়ক দুর্ঘটনায় ২০১৪ সালে ১৬ জন, ২০১৫ সালে মারা গেছেন ৭ জন। চলতি মৌসুমে ৬টি দুর্ঘটনায় ৪৭ জন আহত হয়েছেন। মহাসড়কে ঝুঁকি কমাতে যান চলাচলে আরো সতর্কতা অলম্বনের দাবি যাত্রীদের।
আরও পড়ুন