ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

গুলশানের ডিসিসি মার্কেটের আগুন নাশকতা কি-না তা খতিয়ে দেখা হচ্ছে : তদন্ত কমিটি

প্রকাশিত : ১৬:০৭, ৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:০৭, ৪ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

গুলশানের ডিসিসি মার্কেটের আগুন নাশকতা কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস যৌথ তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছে। এদিকে ঘটনাস্থলে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন রাজনীতিকরা। রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেট এখন শুধুই ধ্বংসস্তুপ। প্রায় ৭ বিঘা জমির ওপর নির্মিত এই মার্কেটের কাচা ও পাকা দুই অংশে ছিল আসবাবপত্র, গয়না, আমদানি করা খাদ্য পণ্য, প্রসাধন সামগ্রীসহ নানা পণ্যের প্রায় ৬ শ’ দোকান। সোমবার রাতের আগুনে সবই পুড়ে ছাই হয়ে গেছে। এখনও কুন্ডলী পাকিয়ে ধোয়া বের হচ্ছে। বাতাস বাড়লে ধোয়ার মাত্রাও বাড়ছে। ব্যস্ত সময় কাটাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। ধ্বংসস্তুপের মাঝে দাড়িয়ে নিজের হারানো সম্বল খুঁজে ফিরছেন ক্ষতিগ্রস্তরা। ঘটনাস্থলে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্তরা। প্রায় দুইশ’ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের ৭ সদস্যের যৌথ তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডিসিসি মার্কেট পরিদর্শন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্তনা দেন তারা। সোমবার রাত আড়াইটার দিকে গুলশানের ডিসিসি মার্কেটে আগুন লাগে। ১৫ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। ধ্বংসস্তুপ অপসারণ না হওয়া পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রাখা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি