হাসনাত করিমের জামিন আবেদন আবারও নামঞ্জুর
প্রকাশিত : ১৬:০৫, ৪ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:০৫, ৪ জানুয়ারি ২০১৭
গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলা মামলার একমাত্র আসামি হাসনাত করিমের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম আদালত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিন আবেদন নাকচ করেন। গত বছরের ২৪ আগস্টও তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। ২ আগস্ট হাসনাত করিমকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। পরে তাকে ৮ দিনের রিমান্ডে নেয়া হয়। ১৩ আগস্ট এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দ্বিতীয় দফায় আরও ৮ দিনের রিমান্ডে নেয়া হয় তাকে। রিমান্ড শেষে পাঠানো হয় কারাগারে। গত ১ জুলাই হলি আর্টিজান রেস্তোঁরায় হামলা চালিয়ে বিদেশিসহ ২৩ জনকে হত্যা করে জঙ্গিরা।
আরও পড়ুন