মৌলভীবাজারেমাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত
প্রকাশিত : ১১:০৮, ৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:০৮, ৫ জানুয়ারি ২০১৭
মৌলভীবাজারে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষে রুহেল নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এসআইসহ ২ পুলিশ সদস্য।
গত রাতে শহরের গোবিন্দশ্রী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইয়াবা ব্যবসায়ী রুহেল আহমদকে ধরতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। এতে মডেল থানার এসআই আব্দুল মালিক ও কনস্টেবল বজলুল করিম গুরুতর আহত হন। পরে পুলিশ গুলি ছুঁড়লে রুহেল নিহত হন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন