ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

কক্সবাজারের মাতারবাড়িতে দেশের সবচে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু

প্রকাশিত : ১১:০৩, ৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:২৯, ৫ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

কক্সবাজারের মাতারবাড়িতে দেশের সবচে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়েছে। এরইমধ্যে প্রায় জমি অধিগ্রহণের কাজ শেষ হলেও আইনি জটিলতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হয়নি। এতে ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা। তবে জেলা প্রশাসক বলছেন, ক্ষত্রিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। সরকারের অগ্রাধিকারভিত্তিক মেগা প্রকল্পের একটি মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এরই মধ্যে শুরু হয়েছে প্রকল্পের কাজ। দেশের সর্ববৃহৎ কয়লা ভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে এরইমধ্যে প্রায় ২ হাজার ৬শ’ একর জমি অধিগ্রহণের কাজও শেষ। কিন্তু ক্ষতিপূরণের টাকা নিয়ে আইনি জটিলতা থাকায় এখনো হাতে টাকা পাননি জমির মালিকেরা। কর্মসংস্থানের পাশাপাশি দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেয়ার দাবি তাদের। পুনর্বাসনের প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়ে গেছে বলে জানালেন জেলা প্রশাসক। দ্রুত দেশের সবচেয়ে বড় এ প্রকল্পের জটিলতা কাটাতে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি