যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্যনীতি বাতিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে আবারও দ্বন্দ্ব
প্রকাশিত : ১১:০৯, ৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:০৯, ৫ জানুয়ারি ২০১৭
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামার স্বাস্থ্যনীতি বাতিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে আবারও দ্বন্দ্ব শুরু হয়েছে।
ওয়াশিংটনের ক্যাপিটল হিলে দলের শীর্ষ নেতাদের সাথে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এসময় তিনি স্বাস্থ্যনীতি রক্ষায় ডেমোক্র্যাটদের লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। অন্যদিকে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় আসার পর ওবামার স্বাস্থ্যনীতি বাতিলকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। এ নিয়ে সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট মাইক পেইন্স, নতুন স্বাস্থ্যনীতির কথা তুলে ধরেন। তবে ঠিক কেন ওবামার স্বাস্থ্যনীতি বাতিল করা হবে তা ষ্পষ্ট করেননি।
আরও পড়ুন