সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলোর নির্বাচন করতে ওবায়দুল কাদের-এর আহবানকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা
প্রকাশিত : ১১:১৬, ৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:১৬, ৫ জানুয়ারি ২০১৭
ঢাকসুসহ সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনগুলোর নির্বাচন করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের-এর আহবানকে স্বাগত জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এর বাস্তবায়ন মোটেই সহজ হবে না মত তাদের। যদিও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্র লীগ মনে করছে, পরিপূর্ণ প্রতিদ্বন্দিতা করেই সব ক্যাম্পাসে জয়ী হবার মত সাংগঠনিক সক্ষমতা তাদের আছে।
গণতন্ত্র না থাকলেও পাকিস্থান আমল কিংবা সামরিক শাসনের আমলেও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠনের নির্বাচন নিয়মিতই অনুষ্ঠিত হতো। সেখানে, গণতান্ত্রিক সরকারের সময়ে এর ব্যাত্যয় ঘটে আসছে। তাও, ২৭ বছর। দাবী সবমহলে থাকলেও অজ্ঞাত কারণেই তা আর হয়ে ওঠেনি। আশার কথা বুধবার ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বাষির্কীতে, সেই নির্বাচন করার তাগিদ আসল ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে।
একে শুভ লক্ষণ বলেই স্বাগত জানাচ্ছেন বিশ্লেষকরা। তবে তা যেন শুধুই কথা মালার রাজনীতি না হয়ে যায় এমন শংকাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ।
নির্বাচন ফিরিয়ে আনতে, প্রয়োজনীয় উদ্যোগ ও সহায়তা সরকার কেই, নিতে হবে বলেও মত দেন কেউ কেউ।
অবশ্য এমন নির্বাচন করার, সাংগঠনিক সক্ষমতা আছে বলেই মনে করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ।
একটি প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচন চায় সংগঠনটি; সেখানে, বিরোধী মতাদর্শের কোন ছাত্র সংগঠনে অংশ নেয়াকে স্বাগত জানায় তারা।
আরও পড়ুন