ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

৫ জানুয়ারি নির্বাচনের পূর্তি আজ

প্রকাশিত : ১১:২১, ৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১১:২৪, ৫ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বহুল আলোচিত ৫ই জানুয়ারি আজ। ২০১৪ সালের এ দিনে বিএনপি-জামায়াতের বর্জন, অবরোধ ও সহিংসতার মধ্যে অনুষ্ঠিত হয় দশম সংসদ নির্বাচন। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। সাংবিধানিক ধারাবাহিকতার স্বার্থে এ নির্বাচন অনিবার্য ছিল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। বিএনপি জোট নির্বাচনে না এসে তা ঠেকানোর চেষ্ঠা চরম ভুল ছিল বলেও মনে করেন তারা। বিএনপি-জামায়াতের অবরোধ-হরতালে জ্বালাও পোড়া ও ব্যাপক ধ্বংসযজ্ঞের মাঝেই অনুষ্ঠিত হয় দশম সংসদ নির্বাচন। শুধু বর্জন নয় নির্বাচনটি প্রতিহত করার প্রাণান্তকর চেষ্ঠা করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রাজনৈতিক অনিশ্চয়তা ও বহু মানুষের প্রাণহানি সত্ত্বেও সরকার ও আইন শৃঙ্খলাবাহিনীর দৃঢ় অবস্থানে নির্বাচন করতে সফল হয় নির্বাচন কমিশন। তিন বছর আগের সে নির্বাচনটিকে সাংবিধানিক ধারাবাহিকতা হিসেবে দেখেন রাজনৈতিক বিশ্লেষক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আরেক রাজনৈতিক বিশ্লেষক ড. আনোয়ার হোসেন ২০১৪ সালের নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপিকে দায়ী করেছেন। জোটসঙ্গী জামায়াতকে বাঁচাতে দলটির ভুল রাজনীতি ছিল বলেও মত তার। তবে আগামী নির্বাচন অংশগ্রহনমূলক অবাধ ও সুষ্ঠু হবে বলে আশাবাদি এই দুই রাজনৈতিক বিশ্লেষক। ২০১৪ সালের নির্বাচনের পর সরকার গঠন করে আওয়ামী লীগ দেশের উন্নয়নের যেসব কর্মসূচী নিয়েছে তারও প্রশংসা করেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি