ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

পৃথক হত্যা মামলায় দুই মানসিক রোগীর জামিন প্রশ্নে হাইকোর্টের রুল

প্রকাশিত : ১২:৫৭, ৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:২৪, ৫ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আলাদা হত্যা মামলায় বিনা বিচারে দীর্ঘদিন ধরে কারাগারে থাকা দুই বন্দীকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একইসাথে শফিকুল ইসলাম ও ছাবেদ আলী নামের ওই দুই বন্দীকে ১৯ জানুয়ারি আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এই আদেশ দেন। শফিকুল ১৭ বছর ও ছাবেদ ১৪ বছর ধরে বিনা বিচারে কারাগারে আছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি