কৃষি জমি বাঁচিয়ে শিল্পায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৩:২৩, ৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:২৩, ৫ জানুয়ারি ২০১৭
কৃষি জমি বাঁচিয়ে শিল্পায়নের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজা’র সঙ্গে বৈঠকে এ’ তাগিদ দেন তিনি।
যত্রতত্র শিল্পায়ন না করার পাশাপাশি সঠিক খাতে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। এ’জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি। পরিবেশ রক্ষার পাশাপাশি সুনির্দিষ্ট খাতে বিনিয়োগের মাধ্যমে সঠিক উন্নয়ন সম্ভব বলে জানান প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য বলেও জানান শেখ হাসিনা।
আরও পড়ুন