ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

মেয়র আইভীর শপথ গ্রহণ

প্রকাশিত : ১৩:৩১, ৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৪:৫০, ৫ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

শপথ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। ভোটের প্রায় দুই সপ্তাহ পর সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথের পর আইভী নারায়ণগঞ্জের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেন। ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভের প্রায় দুই সপ্তাহ পর শপথ নিলেন মেয়র সেলিনা হায়াৎ আইভি ও ৩৬ জন কাউন্সিলর। pm-ivy-1প্রথমে কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। শপথ নেন ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের ৯ জন কাউন্সিলর। এরপর মেয়র আইভিকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। শপথ নেয়ার পর আইভী নারায়ণগঞ্জের উন্নয়নের পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে আগের মতোই সোচ্চার থাকার কথা জানান। আগামী ৯ জানুয়ারি দ্বিতীয় দফায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন মেয়র সেলিনা হায়াত আইভি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি