গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়িতে র্যালি এবং সমাবশে
প্রকাশিত : ১৮:১১, ৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১১, ৫ জানুয়ারি ২০১৭
পাঁচ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি এবং সমাবশে হয়েছে।
সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে র্যালিটি জেলা পরিষদ কমিউনিটি সেন্টার এলাকা থেকে বের হয়ে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সমাবেশে জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
আরও পড়ুন