৫ জানুয়ারির নির্বাচন প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন ইনু
প্রকাশিত : ১৮:১৬, ৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৬, ৫ জানুয়ারি ২০১৭
সংবিধান এবং দেশ রক্ষার জন্যই ৫ জানুয়ারির নির্বাচন প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ৫ই জানুয়ারি সাংবাধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আলোচনায় এ’কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ না নিয়ে সংবিধান ধ্বংস করতে চেয়েছিলেন। সেকারণে সরকারের পক্ষ থেকে বারবার আলোচনার চেষ্টা করা হলেও তিনি প্রত্যাখ্যান করেছিলেন। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে আগামীতেও একই প্রক্রিয়ায় নির্বাচন হবে বলেও জানান তথ্যমন্ত্রী।
আরও পড়ুন