ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

জলজট ও জলাবদ্ধতা নিরসনে মাস্টারপ্ল্যান

প্রকাশিত : ১৮:১৫, ৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৫, ৫ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রাম নগরীর প্রকৃত জনসংখ্যা নির্ধারণের পরই মাস্টারপ্ল্যান তৈরি করতে হবে। না হলে পুরো পরিকল্পনা ভেস্তে যাবে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রামে জলজট ও জলাবদ্ধতা নিরসনে স্যুয়ারেজ এবং ড্রেনেজ মাস্টারপ্ল্যান প্রণয়ন শীর্ষক সেমিনারে এসব কথা বলেন মেয়র। নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ইয়ং ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজিত সেমিনারে মেয়র বলেন, নগরীর স্যুয়ারেজ ব্যবস্থাপনার লক্ষে এরইমধ্যে ওয়াসা মাস্টারপ্ল্যানের খসড়া তৈরি করেছে। সেমিনারে ফোরামের সভাপতি প্রকৌশলী রাজীব বড়–য়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রফিকুল আলম।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি