রাঙামাটি সেনা রিজিয়নের পক্ষ থেকে কম্পিউটার সামগ্রী ও চিকিৎসা সহায়তা
প্রকাশিত : ১৮:১৪, ৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১৪, ৫ জানুয়ারি ২০১৭
রাঙামাটি সেনা রিজিয়নের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি পর্যায়ে সহায়তার অংশ হিসেবে কম্পিউটার সামগ্রী ও চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।
রাঙামাটি সেনা রিজিয়নে আয়োজিত অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক এ’সব কম্পিউটার সামগ্রী ও অনুদানের অর্থ বিতরণ করেন। সেনাবাহিনীর উন্নয়ন সহায়তাকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলো স্ব স্ব ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে জিটুআই মেজর তানভীরসহ রিজিয়নের অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন