জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ নিষিদ্ধ
প্রকাশিত : ২১:০২, ৬ নভেম্বর ২০১৯

জঙ্গি সংগঠন ‘আল্লার দল’কে নিষিদ্ধ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধের আদেশ দেওয়া হয়। জননিরাপত্তা বিভাগের উপসচিব (রাজনৈতিক শাখা-২) মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিষিদ্ধের আদেশ জারি করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার মনে করে, ‘আল্লার দল‘ নামে জঙ্গি সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তিশৃঙ্খলা পরিপন্থী। ইতোমধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে ৩ নভেম্বর এক অনুষ্ঠানে আল্লার দলসহ ৮টি সংগঠন নিষিদ্ধ ঘোষণার কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ওই সময় তিনি বলেন, ‘আটটি সংগঠনের তথ্য গোয়েন্দো পুলিশের হাতে এসেছে। যাচাই-বাছাইয়ের পর ওই সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’এছাড়া জঙ্গি দমনে সরকারের জিরো টলারেন্সনীতি অনুযায়ী এরই মধ্যে আল্লার দলকে চিহ্নিত করে নিষিদ্ধের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছিলেন।
এ নিয়ে বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও উগ্র ইসলামি সংগঠন হিসাবে আটটি সংগঠনকে নিষিদ্ধ করা হল।
অন্য সাতটি সংগঠন হল- জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি), শাহাদাৎ-ই আল-হিকমা, হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম এবং আনসার আল ইসলাম।
এসি
আরও পড়ুন