ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫

আসাদগঞ্জে ২ ক্যামিকেল কারখানাকে অর্থদণ্ড

প্রকাশিত : ১৮:১২, ৫ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৮:১২, ৫ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

ফায়ার লাইসেন্স ও ফায়ার সেফটি ইকুইপমেন্ট না থাকায় চট্টগ্রামের আসাদগঞ্জে দু’টি ক্যামিকেল কারখানাকে অর্থদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো এ’ অভিযান পরিচালনা করা হয়। এ’সময় দুটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করে আদালত। এছাড়া, কারখানার পাশে বিভিন্ন দোকান ও ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের শিগগিরই অন্য জায়গায় সরাতে বাড়ির মালিককে নির্দেশ দেয়া হয়েছে। অভিযানে সহায়তা করেন ফায়ার সার্ভিস ও নবম এপিবিএন এর সদস্যরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি